বাউফলে বিষপানে শিক্ষার্থীর মৃত্যু

 বাউফলে বিষপানে শিক্ষার্থীর মৃত্যু


মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মীম আক্তার (১৭) নামে এক শিক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মীম ওই গ্রামের মালেক গাজীর মেয়ে ও কালাইয়া রাব্বানিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শিক্ষার্থী মীম আক্তার রোববার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায়। সোমবার ভোরে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে মীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজ বলেন, সোমবার ভোর সারে ৬ টার দিকে মীমকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তিনি মৃত ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্যমতে মীম গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক ওষুধ) খেয়েছেন। এ ছাড়াও মেয়েটির শরীরের বিভিন্ন অংশে জখম দেখা গেছে। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে মেয়েটি নিজের শরীর নিজেই জখম করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মীমের এক স্বজন বলেন, মীম আক্তারে সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবার থেকে ওই সম্পর্ক মেনে না নেওয়ার কারনেই মীম আত্মহত্যা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, সোমবার মীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।